কক্সবাজারে গঠিত হতে যাচ্ছে , Teknaf Students’ Association In Cox’s Bazar.

১ আগস্ট, ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ
ডেস্ক নিউজ

কক্সবাজারে অবস্থানরত টেকনাফস্থ শিক্ষার্থীদের নিয়ে গঠিত হতে যাচ্ছে "Teknaf Students' Association in Cox's Bazar" নামক একটি ছাত্র সংগঠন । ☞ ☞এটি কক্সবাজারের বিভিন্ন কলেজ-ইউনিভার্সিটিতে পড়ুয়া শিক্ষার্থী, যারা টেকনাফ উপজেলা থেকে আগত এবং কক্সবাজার শহরে অবস্থান করে নিজ নিজ শিক্ষার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের হাত ধরে গঠিত হতে যাওয়া সংগঠন। এটি একটি অসাম্প্রদায়িক, সম্পূর্ণ অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংগঠন। সংগঠনটির প্রধান লক্ষ্য হলো সদস্যদের শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন সাধন এবং যোগাযোগ ও একত্রীকরণের মাধ্যমে পারস্পরিক সহযোগিতামূলক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি করা। টেকনাফ উপজেলা থেকে আগত কক্সবাজার শহরে অবস্থানরত যে সকল শিক্ষার্থী ভাইয়েরা উক্ত সংগঠনের সদস্য হতে ইচ্ছুক তারা নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন... তামিম -01715358650 তারেক -01684346649 হাফিজ - 01839225160 আবছার - 01864918096 রাশেদ -01874752411 ইসমত - 015 8149 7068)
Enter

MD