রেজাউল করিম হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরছে, চার্জশীট থেকে বাদ পড়তে ছুটছে, অভিযোগ বাদির

ডেস্ক রিপোর্ট
টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ মিস্ত্রী পাড়া এলাকার আলোচিত রেজাউল করিম রেজা হত্যা মামলার আসামি একই এলাকার হাজী ছালামত উল্লাহ’র পুত্র রশিদ আহমদ অবাধে ঘুরে বেড়াচ্ছে এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী স্বজনরা।
সূত্রে জানা যায়,গত ২৩ জুন ২০২৪ ইং তারিখে রেজাউল করিম কে শাহপরীর দ্বীপের মিস্ত্রি পাড়া এলাকায় দিন দুপুরে হত্যা করে। এ হ’ত্যা মামলার এজাহার নামিয় আসামী প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এদিকে উক্ত এজাহার নামিয় আসামি চার্জশিট থেকে নাম কাটার জন্য থানায় বিভিন্ন ধরনের তদবির চালাচ্ছে বলেও অভিযোগ তুলছেন মামলার বাদি জুসনা আক্তার। তিনি আরো বলেন, একজন হত্যা মামলার আসামি রশিদ আহমদ, নির্দ্বিধায় একটি কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত। সে একটি হত্যা মামলার আসামি হয়েছে কি করে, কার ছত্রছায়ায় সাধারণ মানুষের মতো প্রকাশ্যে চলাফেরা করছে?
সে চাকরির সুবাদে পৌর এলাকার পুরান পল্লান পাড়া ২ নাম্বার ওয়ার্ড কুয়েত মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করছেন ।
স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন,রশিদ আহমদ একজন আলোচিত রেজাউল হত্যা মামলার আসামি হয়ে কিভাবে স্বাধীনভাবে ঘোরাফেরা করছে প্রশাসনের কাছে এ প্রশ্ন আমার। একটি হত্যা মামলার আসামি যদি প্রকাশ্যে ঘুরাফেরা করে তাহলে দিন দিন আরও আইনশৃংখলার অবনতি হওয়ার আশংকা রয়েছে।
বাদি জোসনা আক্তার বলেন, রেজাউলকে তারা সবাই মিলে নির্মমভাবে হত্যা করেছে, হত্যার প্রায় ১বছর হলেও তারা অনেক বাইরে ঘুরছে
রশিদকে মামলা থেকে বাদ দিতে আমাদেরকে নানা ভাবে চাপ দিচ্ছে,আমি এই মামলার সকল আসামিকে গ্রেফতারের দাবী জানাচ্ছি।
এ বিষয়ে বিবাদির সাথে মুঠোফোনে যোগাযোগ করতে চাইলে, মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি
এ বিষয়ে ওসি গিয়াসউদ্দিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সচল রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, তবে রেজাউল করিম হত্যা মামলার আসামি প্রকাশ্যে ঘুরাঘুরি বিষয় টা আমার জানা নেই।
সর্বাধিক পঠিত

লটারিতে সুযোগ পেলে ভর্তি বাধ্যতামূলক

নিশোর নতুন লুকের রহস্য জানা গেল

বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমতে পারে

কালের সাক্ষী লাট সাহেবের লিচুবাগান

যে কারণে নিজের দেশেই কম আয় করছে আল্লু অর্জুনের পুষ্প

ছুরির আঘাতে শেষ না মামলা দিলে পুরো পরিবার কে হত্যার হুমকি! মৃত্যুশয্যায় পিতা কবির-দাবি ইব্রাহীমের

রেকর্ড রেমিট্যান্স এলো দেশে

ব্র্যাক ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে কয়রা বাজার আউটলেটে কেক কেটে উৎযাপন

কক্সবাজারে গঠিত হতে যাচ্ছে , Teknaf Students’ Association In Cox’s Bazar.
