তারাকান্দায় বিএনপি’র মানববদ্ধন অনুষ্ঠিত – Naf TV

তারাকান্দায় বিএনপি’র মানববদ্ধন অনুষ্ঠিত

৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসের প্রতিবাদে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র উদ্যেগে তারাকান্দায় বিএনপির মানববদ্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে তারাকান্দা উপজেলা বিএনপি দললীয় কার্যালয়ের সামনে ঢাকা টু শেরপুর মহাসড়কে এ মানববদ্ধন অনুষ্ঠিত হয়। মানববদ্ধনে বক্তব্য রাখেন ময়নসিংহ উত্তর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার,তারাকান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আমিনুল হক রোমান,ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আবুল কালাম আজাদ, সেচ্ছাসেবকদলের সহ-সভাপতি ছায়াদুল ইসলাম মন্ডল ও আমির হাসান স্বপন, তারাকান্দা উপজেলার ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমূখ।