এক বছরে সাগরে সাড়ে ৪ হাজার শরণার্থীর মৃত্যু – Naf TV

এক বছরে সাগরে সাড়ে ৪ হাজার শরণার্থীর মৃত্যু

জীবনের ঝুঁকি নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে ইউরোপের দেশ স্পেনে যেতে গিয়ে ২০২১ সালে মারা গেছেন প্রায় সাড়ে চার হাজার অভিবাসীপ্রত্যাশী।

ডুবে মারা যাওয়ার এসব মানুষের মধ্যে বহু শিশুও রয়েছে। শরণার্থীদের অধিকার রক্ষায় কাজ করা স্প্যানিশ ওয়াকিং বর্ডারস নামে একটি সংস্থা সোমবার এই প্রতিবেদন প্রকাশ করে। খবর রয়টার্সের।

ওয়াকিং বর্ডারস জানিয়েছে, বিপজ্জনকভাবে সমুদ্র পার হয়ে স্পেনে পাড়ি জমাতে গিয়ে ২০২১ সালে ৪ হাজার ৪০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী সাগরে মারা গেছেন।

স্প্যানিশ এই সংস্থাটির দাবি, ২০১৮ সাল থেকে সাগরে হারিয়ে যাওয়া অভিবাসীদের হিসেব রাখা শুরুর পর ২০২১ সালেই প্রথম এতো বিপুল সংখ্যক মানুষের সাগরে ডুবে মারা যাওয়ার সংখ্যা রেকর্ড করেছে তারা।